জাহাঙ্গীর বাদশা
পারিবারিক অশান্তির কারনে ১ মাসের মেয়ে বিদিপ্তা সামন্ত ও মা কৃষ্ণ সামন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার টুলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজন সামন্ত তার শশুরবাড়িতেই থাকত। কাজের সূত্রে সনাতন বাইরে থাকত। শনিবার ভোরে বাড়ির মধ্যে ১ মাসের শিশু ও তার মা গায়ে কেরোসির তেল ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পড়শিরা জানতে পেরে তমলুক থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যু কেস রুজু করে তদন্ত শুরু করেছে। মা ও মেয়ের এই ধরনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।