নীলাদ্রি ঘোষ
১৯৫৫ সাল থেকে দেখে আশা বিশাল এলাকা জুড়ে জল।শুধুই জলের দৃশ্য দেখে অভ্যস্ত l গতকালের ভোর ৫টার আগে ও ছিল তাই l কিন্তু সেই ছোবিটা বদলে গেল। জলের বদলে শুধুই বালি। যত দুর
চোখ যায় শুধু বালি আর বালি l সৌজন্যে দুর্গাপুর ব্যারাজের ১নং লকগেট l ব্যারাজের লকগেট বেঁকে জল বেরিয়ে তৈরি হয়েছে যেন এক নতুন দৃশ্য l সেই দৃশ্য দেখতে উৎসুক মনুষের ঢল নেমেছে দুর্গাপুর ব্যারাজের জলশূন্য সেই জায়গায় l কেউ এসেছেন নতুন তৈরি হওয়া সেই দৃশ্যকে ক্যমেরা বন্দি করতে, কেউ এসেছেন বালির কোনায় কোথাও যদি একটা দুটো মাছ পাওয়া যায় , তহলে আর মন্দ কি lউপস্থিত হয়েছেন প্রচুর হকার l মানুষের এই ভিড়ের মধ্যে তাদের ব্যবসা ভালই জমে উঠেছে l কেউ কেউ এসেছন শীত পড়ার আনন্দে নতুন এই জায়গা।
posted from Bloggeroid