মোহন সিং
ডিপোপাড়া প্রাচীন দুর্গামন্দিরে তৈরি হবে আট চালা মন্দির। আর সেই মন্দিরের কাজের সুচনা করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারী। উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। মেয়র জিতেন্দ্র তেওয়ারী

এদিন জানান, আসানসোলের মানুষ নির্ধারিত সময়ে কর প্রদান করেছেন, তাই এই উন্নয়নের কাজ গুলি আমরা করতে পারছি। অমরনাথ চট্টোপাধ্যায়ও জানান এইএলাকায় নানান উন্নয়নমুলক কাজের পাশপাশি প্রাচীন এই দুর্গামন্দিরের
আটচালার কাজ শুরু করা হল। খুশি এলাকার মানুষ।
ডিপোপাড়া প্রাচীন দুর্গামন্দিরে তৈরি হবে আট চালা মন্দির। আর সেই মন্দিরের কাজের সুচনা করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারী। উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। মেয়র জিতেন্দ্র তেওয়ারী
এদিন জানান, আসানসোলের মানুষ নির্ধারিত সময়ে কর প্রদান করেছেন, তাই এই উন্নয়নের কাজ গুলি আমরা করতে পারছি। অমরনাথ চট্টোপাধ্যায়ও জানান এইএলাকায় নানান উন্নয়নমুলক কাজের পাশপাশি প্রাচীন এই দুর্গামন্দিরের
আটচালার কাজ শুরু করা হল। খুশি এলাকার মানুষ।
posted from Bloggeroid