শিখা ধর
কোচবিহারে দলীয় কর্মসুচিতে যোগ দিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন - "শুভ্রাংশু কেন আলাদা থাকবে, ওকে আমাদের দলে স্বাগত"।উল্লেখ্য একদা তৃনমূল নেতা মুকুল রায় দলবদল করে বিজেপিতে যোগ দিলেও, তৃনমূল বিধায়ক শুভ্রাংশু রায় পিতার মতন দলবদল করেননি।তবে মুকুলের পাল্টা সভায় তৃনমূলের যুব সমাবেশে গড়হাজির থেকে জল্পনা বাড়িয়েছেন।তাই দিলীপ ঘোষ এই পরিস্থিতিতে এই মন্তব্য করে তৃনমূলের অস্বস্তি বহুগুন বাড়িয়ে দিলেন বলে মনে করছে রাজ্য রাজনীতি মহল।