আজ 14 নভেম্বর 2017 শিশু দিবস। এই উপলক্ষে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকার ফ্রন্টপেজ আজ 14 নভেম্বর 2017 শিশু দিবস। এউপলক্ষে ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে চলছে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। চলছে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা।এই শিক্ষা প্রতিস্থানটির কর্মকর্তা হলেন মুহাম্মদ কামরুজাম্মান।উল্লেখ্য তিনি 'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' এর রাজ্য সম্পাদক।