সন্দীপ সিংহ
শালবনী থানার উদ্যোগে জঙ্গলমহল প্রতিযোগিতা শুরু হল।পুরুষ এবং মহিলা বিভাগের ফুটবল ছাড়াও কবাডি, তীরন্দাজী, খোখো, আদিবাসী নৃত্য এবং ছৌ নৃত্যের প্রতিযোগিতা হবে এই জঙ্গলমহল প্রতিযোগিতার মধ্যে।
বৃহস্পতিবার মহিলা এবং পুরুষ বিভাগের ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনের মধ্য দিয়েই জঙ্গলমহল প্রতিযোগিতার শালবনী থানা স্তরের প্রতিযোগিতার সূচনা হল।ফুটবল প্রতিযোগীতায় ৭১ টি পুরুষ ফুটবল দল এবং ৬৮ টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করছে।শালবনীর নেতাজী স্টেডিয়াম, শালবনীর রানাপাড়া রেলময়দান এবং পিড়াকাটার দুটি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতার সমস্ত বিভাগের প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হবে।