বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০১৭

কলকাতা ২৩ তম চলচ্চিত্র উৎসবে আজ দেখুন AN INDIAN WOMEN

মোল্লা জসিমউদ্দিন

২৩ তম চলচিত্র উৎসবে বেশকিছু ছবি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আজ যে সমস্ত ছবি দেখানো হবে তারমধ্যে  যে সর্টফিল্মটি দর্শকদের নজর কাড়বে বলে বিশেষজ্ঞদের ধারনা তা হল রাজকুমার দাস ও বিনীতা ভট্টাচার্য্যর যুগ্ম  পরিচালিত স্বল্প দৈর্ঘের ছবি - 'AN INDIAN WOMEN'. গল্পের কাহিনি সংক্ষেপে এমন-চম্পা তার সাত বছরের ছেলেকে নিয়ে বস্তির এক চিলেকোঠার ঘরে বহু কষ্টে বসবাস করে। ফুল বিক্রী করে একমাত্র ছেলেকে মানুষ করার লড়াইয়ের প্রয়াস চালিয়ে যাচ্ছে মাত্র। স্বামী তাকে ছেড়ে চলে গেছে কয়েক বছর আগে অন্য নারীর সংস্পর্শে। তাই ছেলেকে, 'বাবা কোথায়' প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেতে হয় চম্পাকে। কোথাও সামাজিক ন্যায়নীতির বাইরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে চলা জীবনযাপন কিছুটা হলেও স্থিত। এক দিন হঠাৎ-ই ফুল বিক্রী করে বাড়ী ফেরার পথে রাস্তার মাঝখানে সে ভিখারীর বেশে তার চলে যাওয়া স্বামীকে পরিত্যক্ত ভাবে পড়ে থাকতে দেখে। থমকে দাঁড়ায় চম্পা। কিন্তু সে কি তার স্বামীকে পুনরায় তার জীবনে ফিরিয়ে আনবে? একজন ভারতীয় নারী তার স্বামী অপরাধী জেনেও তাকে কি আপন করতে স্বক্ষম হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিনীতা ভট্টাচার্য্য-র কাহিনী নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘের ছবি - 'AN INDIAN WOMEN' -এ। 'প্রিয় চিত্রসাথী' - সিনে পত্রিকার নিবেদনে রাজকুমার দাস ও বিনীতা ভট্টাচার্য্যর যুগ্ম পরিচালনায়। ছবিতে অভিনয় করেছেন বিনীতা, রাজদীপ রায়, রাজকুমার দাস, মাস্টার অগ্নিতনয় ও মাস্টার পুষ্পেন্দু মন্ডল।
চিত্রগ্রহণ  - সুমিত বিঞ্জোলা, সম্পাদনা  - কুন্তল সিং, রূপসজ্জায় - মৌসুমি দাস।
ছবিটি ২৩তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে ১৬ নভেম্বর ২০১৭ নন্দনে দেখানো হবে। সোসাল মিডিয়াতে আগেই ছবিটি মুক্তি পেয়েছে।
সময় -- ১১ মিনিট প্রায়, ভাষা - বাংলা (ইংরাজী সাবটাইটেল সহ)।
যোগাযোগের ঠিকানা
রাজকুমার দাস, ১০/১, মুলেন স্ট্রিট, পোঃ - এলগিন, কোলকাতা - ৭০০০২০, পঃবঃ (ভারত), চলমান - ৯৬৮১৪৭৯৫৯০(হোয়াটসআ্যাপ), ৯৪৩৩৫৪৭০৮৯, ৮৯১০৩৭০১৭৬, ইমেল - chitro.sathi@gmail.com

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER