পুলকেশ ভট্টাচার্য
৩৭ তম কাটোয়া মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ হলো মাখালতোড় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ।
মোট ৮টি চক্র (দাঁইহাট চক্র, কাটোয়া পশ্চিম চক্র, কাটোয়া পূর্ব চক্র,
মঙ্গলকোট-১চক্র , , মঙ্গলকোট-২চক্র,
, মঙ্গলকোট-৩চক্র, কেতুগ্রাম চক্র , কেতুগ্রাম পশ্চিম চক্র), মোট ২৮ টি ইভেন্ট তে রিলে খেলা হল।সমস্ত চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক খেলার উপস্থিত ছিলেন। এবং এ,আই (বর্ধমান) এ,আই (কাটোয়া পূর্ব চক্র) সুব্রত মজুমদার (পূর্ত কোষাধ্যক্ষ - কাটোয়া পঞ্চায়েত সমিতি) প্রমুখ ছিলেন।
posted from Bloggeroid