বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০১৭

ছিনতাই এর প্রতিবাদ করতে গিয়ে মালদায় প্রহৃত দুই ব্যবসায়ী

মানস দাস,মালদা

ছিনতাই এর প্রতিবাদ করতে গিয়ে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হল দুই

ব্যবসায়ী।আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে,বুধবার গভীর রাতে পুখুরিয়া থানার আসকাপাড়া এলাকায়। জানা যায়,গভীররাতে খানপুর এলাকা থেকে ভুটভুটি চেপে জলসা শুনে বাড়ি ফিরছিলেন দুই ব্যাবসায়ী মহঃ ইসমাইল(৪৫) এবং আব্দুল জলিল। তাদের বাড়ি শ্রীপুর অঞ্চলের আসকাপাড়া গ্রামে। রাত্রি এগারোটা নাগাদ আসকাপাড়া এলাকায় পৌছালে তাদের নজরে পরে দুস্কৃতিরা কয়েকজন কলেজ পড়ুয়ার একটি মোটর আটকে মারধোর করছিলো। ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় দুস্কৃতিরা এবং মারধোর করে বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিজনেরা। পরে তাদের ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যাবসায়ীরা জানান, দুস্কৃতিদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন তারা। সেখ সাদিকুল,সেখ হবি,মিঠু সেখ এবং আবু সামাদ এই চারজনের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ l

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER