শুক্রবার, নভেম্বর ১৭, ২০১৭

খড়গপুর রেলরুটে রেলপরিষেবা ব্যাহৃত থাকবে তিনদিন

জাহাঙ্গীর বাদশা

আগামী ৩ দিন রেল পরিষেবা ব্যাহত থাকবে। অধিকাংশে ইন্টার লকিং এর কাজের কারনে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।সাধারণ ভাবে রেলের ইন্টারলক প্রযুক্তির যন্ত্রপাতির আয়ু ধরা হয় ২৫ বছর।  সময় পেরিয়ে গেলেও খড়গপুরের কেবিনে পালটানো হয়নি ইন্টারলক প্রযুক্তি৷ তাই এবার পুরোনো পালটে নতুন করে গঠন করতে ব্যাস্ত রেল আধিকারিক থেকে কর্মচারীরা৷ খড়গপুর রেলের Sr.DCM কুলদীপ তিওয়ারী বলেন - এশিয়ার বৃহত্তম ব্যবস্থায় ৮০০ রুটের ইন্টারলক প্রযুক্তি এ বার পুরোপুরি কম্পিউটারের মাধ্যমে চালানো হবে।
এই ধরনের কাজের জন্য কয়েক দিন ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। বাতিলও করতে হয় কিছু ট্রেন। সাংবাদিক বৈঠক করেন ঘোষণা করে যাত্রীদের তা জানানো হয়। রেলের Sr.DCM কুলদীপ তিওয়ারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘‘ইন্টারলক প্রযুক্তির কাজের জন্য ১৭, ১৮ এবং ১৯ নভেম্বর যে-সব ট্রেন বাতিল করা হয়েছে, সেগুলোর বেশির ভাগ যাত্রীকেই এসএমএস করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পোস্টারিং এর মারফত যাত্রীদের সতর্ক করা হয়েছে৷ তবে মেজর জোনগুলোতে যাত্রীদের সুবিধার্থে থাকবে বাস পরিবহনের ব্যাবস্থা৷ ’ ইতিমধ্যে প্রযুক্তি বদলের কাজ শুরু হয়েছে। ১৯ তারিখে পুরনো প্রযুক্তির সব বৈদ্যুতিক লাইন খুলে নতুন প্রযুক্তিতে জোড়া হবে। তার পরেই কাজ শুরু করবে নতুন বসানো সলিড স্টেট ইন্টারলক প্রযুক্তি। তার পরে নতুন ব্যবস্থায় চলবে ট্রেন। এই প্রযুক্তি বসাতে খরচ পড়ছে প্রায় ৪০ কোটি টাকা।এই জন্য পূর্ব ও পশ্চিন মেদিনীপুর এবং হাওরা জেলার রেলযাত্রীদের দুর্ভোগ বাড়বে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER