সাধন মন্ডল
সারেঙ্গা চক্রের তিনটি গ্রামপঞ্চায়েত এলাকার প্রাথমিক বিদ্যালয় সমূহের পঞ্চায়েতস্তরের ক্রীড়া প্রতিযোগিতায়, সফল প্রতিযোগিদের নিয়ে চক্র পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সারেঙ্গার কৃষ্ণপুর গোহালডাঙ্গা হাইস্কুল মাঠে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মূর্মূ । এইসব প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারিরা আগামি ৩০শে নভেম্বর রাইপুর হাইস্কুল মাঠে মহকুমা পর্যায়ের খেলায় অংশগ্রহন করবে। আজকের খেলায় সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিদ্যালয় পরিদর্শক সোনালী মূর্মূ ও সুব্রত মুখোপাধ্যায় । এই মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।