জাহাঙ্গীর বাদশা
রাজ্যের পরিবহনদপ্তর দূর্ঘটনা এড়াতে ও যানজট মুক্ত করতে নানা পদক্ষে গ্রহন করে চলেছেন। তার মধ্যে অন্যতম 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচী। সেই কর্মসূচীর পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় ফেরিঘাটগুলির সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহন করেছে রাজ্য পরিবহনদপ্তর। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ফেরি সার্ভিস পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি হলদিয়ার কুঁকড়াহাটি রায়চক ফেরি সার্ভিসে রো রো সার্ভিস চালু হতে চলেছে। সেই পরিষেবাগুলি খতিয়ে দেখতে দপ্তরের বিভাগীয় সচীব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ ১০ জনের একটি প্রতিনিধিদল হলদিয়ার কুঁকড়াহাটি ফেরি সার্ভিসে পৌঁছান। এলাকা পরিদর্শনের পাশাপাশি জেলার প্রশাসনিক কর্তাদের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণ দপ্তরের সচীব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, " রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন পরিষেবাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নানা কর্মসূচী গ্রহন করেছেন। সেই কর্মসূচীর একটি বিশেষ পরিষেবা রো রো সার্ভিস। সেই পরিষেবার কাজ শুরুর আগে এলাকাটি ভালো করে পরিদর্শন করা হল। হলদিয়ার কুঁকড়াহাটি রায়চক রো রো সার্ভিস চালু হয়ে গেলে শিল্প শহর হলদিয়া ও কলকাতার সাথে অল্প সময়ের মধ্যে যাতায়াত সম্ভব হবে। এক সাথে ৫/৬ টি বড় গাড়ি যাতে যেতে পারে তার ব্যবস্থা করা, সেই সাথে যাত্রী পারাপারের সুন্দর পরিষেবা চালু করার জন্য এলাকা পরিদির্শন করা হল।আগামী দেড় বছরের মধ্যে রো রো পরিষেবা চালু করা হবে"।
কুঁকড়াহাটির পাশাপাশি এদিন হলদিয়া উন্নয়ন পর্ষদ, মহিষাদল রাজ বাড়ি ও গেঁওখালীর পর্যটন কেন্দ্রে পরিদর্শন করে প্রতিনিধিদল।।