জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার মানুয়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রি মধুরিমা মাঝি বয়স 15, গত 7 অক্টোবর স্কূল যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়।পরিবারের লোকজন 8/10/17 তারিখ কোলাঘাট বিট হাউস থানায় অভিযোগ জানায়।কোলাঘাট থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে, পাশের রামচন্দ্রপুর গ্রামের যুবক মানস মাইতি (19) তাকে নিয়ে পালিয়েছে। কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, ওই মানস ওই নাবালিকা ছাত্রি মধুরিমা কে তামিলনাড়ু রাজ্যের কোযেম্বটুর পি সি স্ট্রীট নিয়ে গিয়ে এ সোনার দোকানে কাজ করছে। কোলাঘাট থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে জানতে পারে অবস্থান।কোলাঘাট থানার পুলিশের একটি দল 31/10/17 তারিখ ট্রেন এ করে কোযেম্বটুর এ রওনা দেয়।গতকাল কে কোলাঘাট থানার পুলিশ কোযেম্বটুর থানার যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত মানস কে সোনা দোকনে কাজ করা অবস্থায় ধরে ফেলে এবং ওই নাবালিকা ছাত্রি কে উদ্ধার করে। গতকাল কে কোযেম্বটুর আদলত দুজন কে তোলা হলে বিচারক ট্রানজিট রিমান্ড এ পূর্ব মেদিনীপুর জেলা আদালতে পেশ করার নির্দেশ দেয়।কোলাঘাট থানার পুলিশ কোযেম্বটুর থেকে কন্যাকুমারী হাওড়া সুপার ফাস্ট গুরুদেব এক্সপ্রেস ট্রেন করে কোলাঘাট নামে। বুধবার দুজন কে তমলুক জেলা আদলতে তোলা হবে।