মানস দাস, মালদা
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাই বৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠলো ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ।আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রী

চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ভাঁসুর অমল মন্ডল পলাতক। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার কোকলামারি লক্ষিপুর গ্রামে। আক্রান্ত স্বামী-স্ত্রী কাজল মন্ডল(৩২) এবং মানসি মন্ডল(২৬) এর হাতে ও আঙুলে কোপ লাগে। রাতেই তাদের ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। অভিযোগ,গত এক বছর ধরে মানসি কে কুপ্রস্তাব দিতো ভাঁসুর অমল মন্ডল। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই ভাইবৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠে ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাই বৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠলো ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ।আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রী
চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত ভাঁসুর অমল মন্ডল পলাতক। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার কোকলামারি লক্ষিপুর গ্রামে। আক্রান্ত স্বামী-স্ত্রী কাজল মন্ডল(৩২) এবং মানসি মন্ডল(২৬) এর হাতে ও আঙুলে কোপ লাগে। রাতেই তাদের ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। অভিযোগ,গত এক বছর ধরে মানসি কে কুপ্রস্তাব দিতো ভাঁসুর অমল মন্ডল। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই ভাইবৌয়ের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠে ভাঁসুরের বিরুদ্ধে। বাধা দিতে গেলে ভাইকেউ ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
posted from Bloggeroid