নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ
ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের ব্যবস্থাপনায় প্রাথমিক,শিশুশিক্ষা কেন্দ্র ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেখলিগঞ্জ ব্লকের হেলাপাকরি মোড় রাসমেলা
ময়দানে।পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের ক্রিড়ানুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় গ্রামপঞ্চায়েতের প্রধান সোনালী রায়।এরপর লোথামারী এবং ভোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা নৃত্য পরিবেশন করে।ক্রীড়া পরিচালন সমিতির যুগ্ম সম্পাদক সঞ্জীব সেন,হিরন্ময় রায় জানিয়েছেন, - মোট ২৮ টি বিভাগে খেলা হয়েছে।এখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা মেখলিগঞ্জ শহরে অনুষ্ঠেয় ব্লকস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পাবে।এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় ভোটবাড়ি অঞ্চলের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নিয়েছিল।ক্রীড়া অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে মেখলিগঞ্জ দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বরুন বিশ্বাস, মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় সিংহ সরকার প্রমুখ অংশ নেন।
posted from Bloggeroid