মোল্লা জসিমউদ্দিন
সদর মঙ্গলকোট অঞ্চলে পুরানো টেলিফোন ভবন চত্বরে বছর তিন পুর্বে কেন্দ্রীয় সরকার দীনদয়াল প্রকল্প থেকে পাওয়ার সাবস্টেশন গড়ার কর্মসুচি নেয়।এই প্রকল্পের বিদ্যুতবাহি তার আনবার দায়িত্বে থাকা ঠিকেদার পোল পোতা কিংবা তার উপর দিয়ে নিয়ে যাবার জমি/জায়গা মালিকদের সম্মতিপত্র না নেওয়ায় সমস্যা দেখা দিয়েছে।উল্টে এলাকার রাজনৈতিক দাদাদের দিয়ে চমকাতে গিয়ে বিপত্তি এনেছে।এই পরিস্থিতিতে প্রকল্পের কাজ থমকে রয়েছে।
posted from Bloggeroid