মানস দাস, মালদা
নিজের জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টরের পিছনে লাগানো থাকা যন্ত্রে পিষে মৃত্যু হল চাষীর।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার পুরানিগ্রাম এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ মাসলাউল

(৪৫)।পেশায় চাষী।পুরানি গ্রাম এলাকায় নিজের চাষের জমি রয়েছে।বুধবার সকালে ট্রাক্টরের পেছনে যন্ত্র লাগিয়ে জমিতে চাষ করতে শুরু করেন।কিন্তু চাষের সময় ট্রাক্টরের পেছনে লাগানো যন্ত্রের ওপর বসে ছিলেন জমির মালিক মাসলাউল। চালক ট্রাক্টর চালিয়ে চাষ করে যাচ্ছিলেন।কিন্তু কোনোক্রমে ট্রাক্টরের পেছনের যন্ত্রে ঢুকে যায় জমির মালিক মাসলাউল।তার শরীরের অর্ধেক অংশ সেই যন্ত্রে পিষে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়াই।ঘটনার খবর পেয়ে এদিকে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।ট্রাক্টরটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
নিজের জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টরের পিছনে লাগানো থাকা যন্ত্রে পিষে মৃত্যু হল চাষীর।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার পুরানিগ্রাম এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ মাসলাউল
(৪৫)।পেশায় চাষী।পুরানি গ্রাম এলাকায় নিজের চাষের জমি রয়েছে।বুধবার সকালে ট্রাক্টরের পেছনে যন্ত্র লাগিয়ে জমিতে চাষ করতে শুরু করেন।কিন্তু চাষের সময় ট্রাক্টরের পেছনে লাগানো যন্ত্রের ওপর বসে ছিলেন জমির মালিক মাসলাউল। চালক ট্রাক্টর চালিয়ে চাষ করে যাচ্ছিলেন।কিন্তু কোনোক্রমে ট্রাক্টরের পেছনের যন্ত্রে ঢুকে যায় জমির মালিক মাসলাউল।তার শরীরের অর্ধেক অংশ সেই যন্ত্রে পিষে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়াই।ঘটনার খবর পেয়ে এদিকে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।ট্রাক্টরটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
posted from Bloggeroid