শুভেন্দু তন্তুবায়
খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে কলকাতার বান্ধব শিয়ালদা নামের একটি সংস্থার পক্ষ থেকে মহাকাশ বিষয়ে বিভিন্ন ধারণা দিতে একটি সেমিনার অনুষ্ঠিত হল খাতড়ায় ।মঙ্গলবার খাতড়ার বেশ কয়েকটি স্কুলের শতাধিক পড়ুয়া এই
সেমিনারে অংশ নেয় ।খাতড়া মহকুমাশাসক তনয়দেব সরকার বলেন -এই সেমিনারের দ্বারা পড়ুয়ারা মহাকাশ বিষয়ে বিভিন্ন বিষয় জানতে পারবে। এছাড়া, আগামী দিনে মহাকাশ গবেষণা বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে তাদের আগ্রহ বাড়বে ।
posted from Bloggeroid