মঙ্গলবার আসানসোল পুলিশ কমিশনারেট এর অন্তর্গত হীরাপুর থানার পুলিশ বার্ণপুরে ব্যবসায়ী খুনের মামলায় বিশেষ সাফল্য পেল।বেশ কিছু অস্ত্রশস্ত্রের পাশাপাশি নগদ প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার করলো মূল অভিযুক্তকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করে।সেইসাথে একজন গ্রেপ্তারও হয়েছে।

posted from Bloggeroid