বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার পূর্তভবনের সাততলায় জেলা হস্তশিল্প প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানান - কাঁথা স্টিচ, ডোকরা, শোলার কাজ ৭০ থেকে ৮০টি বিভিন্ন ধরণের হস্তশিল্প প্রদর্শনীতে রাখা আছে।
তথ্য সেখ সামসুদ্দিন
ছবি সোমনাথ ভট্টাচার্য