সাধন মন্ডল
এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এলো বাঁকুড়ার তালডাংরার কেশাতড়্ সুকান্ত সবুজ সংঘের সদস্যরা। এলাকায় ডেঙ্গুর প্রাদূর্ভাব দেখা না গেলেও আপৎকালিন ব্যবস্থা হিসেবে তারা গ্রামের সমস্ত ড্রেনের জমা জল পরিস্কার করলো। একই সঙ্গে তারা ব্লিচিং ও ফিনাইল ছড়ানোর সাথে সাথে সমস্ত রাস্তা গুলি পরিস্কারের কাজে হাত দিলো।