শুভেন্দু তন্তুবায়
আলুর বীজ তৈরির উদ্যোগ নিল রাজ্য বীজ নিগম, বাঁকুড়ার সিমলাপালে ।শুক্রবার রাজ্য বীজ নিগমের ভাইস চেয়ারম্যান শুভাশীষ বটব্যাল সিমলাপালের বিক্রমপুর অঞ্চলের কুমারডোবা ও পাথর কাটা এই দুটি মৌজা পরিদর্শন করেন । সিমলাপাল ডেভলপমেন্ট অথিরিটির চেয়ারম্যান অনুপ পাত্র জানান "মোট 100 বিঘা জমির উপর এই প্রক্রিয়া শুরু হবে ।