প্রীতম দাস
সময়সূচী অনুযায়ী নিয়মমাফিক ক্লাসের দাবিতে বিক্ষোভে সামিল বিশ্বভারতীর বিদ্যাভবনের দর্শন ও ধর্মতত্ত্ব বিভাগের ছাত্র ছাত্রীরা। তাদের মূল অভিযোগ, তাঁরা হোস্টেল পর্যাপ্ত নেই। এছাড়া রুটিন অনুযায়ী ক্লাস হয় না। ১০-৩০ মিনিটের ক্লাস ২-৩০ মিনিটে নেওয়া হচ্ছে। এর ফলে ছাত্রীছাত্রীদের পার্সেন্টেজ কমছে। ক্যান্টিন কাছে না থাকায় দূরে যেতে হচ্ছে। বহিরাগতদের নিয়ন্ত্রণ না থাকায় ছাত্রছাত্রীরা নিরাপত্তা অভাব বোধ করছে। প্রতিবাদে তাঁরা বিভাগের প্রধান কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষাকে তালা বন্ধ করে রাখেন দীর্ঘক্ষণ। এই অব্যবস্থার বিহিত চেয়ে উপাচার্য্যের কাছে একটি স্মারকলিপি দেন।