জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার ঘোলাবাড় গ্রামে ইন্দ্রজিত দাস (30) বাড়ির মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা ও গলার নলী কেটে আত্মহত্যা করার চেস্টা করে।পরিবারের লোকজন দরজা ভেঙ্গে উদ্ধার করে কামারদা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্কসকরা মৃত বলে ঘোষনা করে।তবে ওই যুবক কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল।তদন্তে খেজুরি থানার পুলিশ।