রবিবার, নভেম্বর ১২, ২০১৭

বুকের পাটা থাকলে মুকুল রায়ের বিরুদ্ধে সরকার কেস করুক, হুংকার বিজেপি নেতার

জাহাঙ্গীর বাদশা

"বুকের পাটা থাকলে মুকুল রায়ের  বিরুদ্ধে রাজ্যসরকার কেস করুক 'বললেন বিজেপির রাজ্যের সহ সভাপতি বিশ্বরূপ রায় চৌধুরী। রবিবার মহিষাদলে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিশ্বরূপ বাবু বলেন, "সরকারের সৎ সাহস নেই, থাকলে তা করে দেখাক। মুকুল রায়ের বিশ্ববাংলা নিয়ে বক্ত্যবের কাউন্টার বক্তব্য রাজ্যের সরকারের আমলারা বলছে। দলীয়ভাবে বলার ক্ষমতা নেই। রাজ্যের আমলারাই এখন দলীয় কর্মী হয়েছেন। মুকুল রায় যদি মিথ্যে বলে থাকে আর অভিষেক বন্দোপাধ্যায়ের মালিকানা না থাকে তাহলে সরকাররে বুকের পাটা থাকলে কেশ করুক। সরকারের সৎ সাহস নেই সরকার তা পারবেনা। কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসবে তখন অভিষেক বন্দোপাধ্যায় কি করবেন"? এইরুপ মন্তব্য করেন ওই বিজেপির নেতা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER