শনিবার, নভেম্বর ১১, ২০১৭

মালদায় জালনোট কারবারে মদতের দায়ে ধৃত মহিলা

মানস দাস, মালদা

একদিন কাটতে না কাটতেই মালদায় আবার উদ্ধার হল জালনোট l এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে l গোপনসূত্রের খবরে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের দল হানা দেয় অন্তঃরাজ্য জালনোট পাচারকারীর বাড়িতে।উদ্ধার হয় প্রায় এক লক্ষ টাকার জালনোট।ঘটনায় জালনোট পাচারকারী গৃহকর্তাকে পুলিশ গ্রেফতার করতে না পারলেও,নোট পাচারে মদতের অভিযোগে পুলিশ তার স্ত্রীকে গ্রেফতার করেছে।ধৃত মহিলাকে শনিবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মহিলার নাম নাজেমা বিবি(৩৫)।শুক্রবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার  পুলিশ গোপনসূত্রের খবর পেয়ে সাহাবানচক অঞ্চলে পূর্ব বেদরাবাদ গ্রামে হানাদেয়।ওই গ্রামের বাসিন্দা মোহম্মদ উজির শেখের বাড়িতে ঢুকে পড়ে পুলিশের দল।শুরু হয় পুলিশের তল্লাসি।তল্লাশিতে বেরিয়ে আসে ৪৮ টি ২ হাজার টাকার  জালনোট।গৃহকর্তা অনুপস্থিত থাকায় মোট ৯৬ হাজার টাকার জালনোট সহ বাড়ির মহিলাকে পুলিশ গ্রেফতার করে।তবে গৃহকর্তা অন্তঃরাজ্য জালনোট পাচারকারী উজির শেখ পলাতক।তার খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিশ।পুলিশের জালে ধরা পরে স্বামীর জালনোট পচারচক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে স্ত্রী নাজেমা বিবি।তিনি সংবাদমাধ্যমকে জানান,"তার স্বামী এক বছর ধরে জালনোট পাচার করে আসছে। ৯৬ হাজার টাকার জালনোট স্বামী আমায় রাখতে দিয়েছিল।এর বেশি আমি কিছুই জানিনা"।

এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে,এই উজির শেখ একজন ভিনরাজ্যের শ্রমিক।দিন আনতে পান্তা ফুরাতো যার এখন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাড়ি তৈরি করেছে।বছর খানেক ধরে তার স্বভাব চালচলনে পরিবর্তন ঘটে।কমে যায় প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা।জালনোট পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকায় এমন পরিবর্তন বলেই মনে করছে স্থানীয়রা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER