পুলকেশ ভট্টাচার্য
কাটোয়ার গাজীপুরে অঞ্চল ক্রীড়াপ্রতিযোগিতা হলো।শনিবার সকাল থেকেই বড়কুলগাছি অ:প্রা: বিদ্যালয়ের মাঠে মোট ১৭ টি স্কুলের ক্ষুদে পড়ুয়াদের ২৮ টি ইভেন্ট চললো। পুরস্কার তুলে দিলেন গ্রামপ্রধান জয়া মজুমদার (গাজীপুর গ্রামপঞ্চায়েত) এবং অসীম মন্ডল (শিক্ষাবন্ধু কাটোয়া পূর্বচক্র)। এই প্রতিযোগিতায় প্রতিটি বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা ছিলেন।