প্রীতম দাস
বীরভূমের বিশ্বভারতীর বীথিকা ছাত্রীনিবাসে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। এব্যাপারে শান্তিনিকেতন থানার পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রিমা ঘোষ(১৮)। সে পাঠভবনের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। বাড়ি মুরারইয়ে। বৃহস্পতিবার সকালে বিথীকা ছাত্রী নিবাস থেকে শিলিং ফ্যানে তার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করা হয়েছে। তারা ঘটনার তদন্ত করছে। এব্যাপারে বিশ্বভারতী বা মৃত ছাত্রীর বাবা ও মাকিছু বলতে চায় নি। বিশ্বভারতী সূত্রে জানা গেছে, রিমা খুব শান্ত প্রকৃতির মিশুকে মেয়ে ছিল। ঘটনার দিন রুম মেটের অন্য ছাত্রীরা পড়তে গেলেও, সে শরীর খারাপের জন্য বাইরে বেরোয় নি। তারপর সকাল সাড়ে আটটা নাগাদ, দরজা বন্ধ থাকায় রুমমেটরাই বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের খবর দেয়। তারাই দরজা ভেঙে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে।