প্রীতম দাস
মুকুল রায় নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধায়। বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিতে এসে সাংবাদিকদের প্রশ্নে অনেকটা সংযত দেখা যায় উত্তর কলকাতার সাংসদকে। এদিন বিধায়িকা নয়না দাস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তারাপীঠে পুজো দিতে আসেন সুদীপবাবু। মুকুল রায় প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “এসব প্রশ্নের জবাব দেবে দলের মুখপাত্র। আমি শুধুমাত্র উত্তর কলকাতার সাংসদ। তাই আমি শুধুমাত্র আমার সংসদীয় ক্ষেত্র এবং লোকসভা সামলায়। এর বাইরে আমার কোন দায়িত্ব নেই”।