নীলাদ্রি ঘোষ
দুর্গাপুর ব্যারাজের ১ নম্বর লকগেট ভাঙায় দামোদরের জলস্তর কমে যাওয়ায় শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে l দুর্গাপুর ও মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে বির্পযয় দেখা
দিতে পারে বলে ডি ভি সি কতৃপক্ষ জানিয়ে দিয়েছেন l ৬৯২ মিটার লম্বা ৩৪টি লক্ গেটের প্রথম গেটটি ভাঙায় ব্যারাজের উত্তর দিকের সংশ্লিস্ট অন্যান্য জায়গারও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে l দুর্গাপুর পৃরসভা সহ বিস্তীর্ন এলাকার বহু জায়গায় জল সরবরাহ বন্ধ থাকার সম্ভাবনা দেবে বলে পুরসভা ও রাজ্য সেচ দফতরের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে l ব্যারেজ ভাঙায় হঠাৎ এই বির্পযয়ে যুদ্ধকালীন তৎপরতায় অবস্থা স্বাভাবিক করতে রাজ্য প্রশাসন উদ্যোগী হয়েছে l খবর পেয়ে কলকাতা থেকে সেচ দফতরের উচ্চ পর্যায়ের একটি দল শনিবার দুপুরের মধ্যেই ঘটনাস্থলে চলে আসেন l রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান - দ্রুত অবস্থা স্বাভাবিক হয়ে যাবে l ব্যারাজ মেরামতির জন্য যা প্রয়োজন সবকিছু করা হচ্ছে l
posted from Bloggeroid