শনিবার, নভেম্বর ২৫, ২০১৭

দুর্গাপুর ব্যারেজের কাজ দ্রুত গতিতে চলছে



নীলাদ্রি ঘোষ

দুর্গাপুর ব্যারাজের ১ নম্বর লকগেট ভাঙায় দামোদরের জলস্তর কমে যাওয়ায় শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে l দুর্গাপুর ও মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে বির্পযয় দেখা

দিতে পারে বলে ডি ভি সি কতৃপক্ষ জানিয়ে দিয়েছেন l ৬৯২ মিটার লম্বা ৩৪টি লক্ গেটের প্রথম গেটটি ভাঙায় ব্যারাজের উত্তর দিকের সংশ্লিস্ট অন্যান্য জায়গারও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে l দুর্গাপুর পৃরসভা সহ বিস্তীর্ন এলাকার বহু জায়গায় জল সরবরাহ বন্ধ থাকার সম্ভাবনা দেবে বলে পুরসভা ও রাজ্য সেচ দফতরের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে l ব্যারেজ ভাঙায় হঠাৎ এই বির্পযয়ে যুদ্ধকালীন তৎপরতায় অবস্থা স্বাভাবিক করতে রাজ্য প্রশাসন উদ্যোগী হয়েছে l খবর পেয়ে কলকাতা থেকে সেচ দফতরের উচ্চ পর্যায়ের একটি দল শনিবার দুপুরের মধ্যেই ঘটনাস্থলে চলে আসেন l রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান - দ্রুত অবস্থা স্বাভাবিক হয়ে যাবে l ব্যারাজ মেরামতির জন্য যা প্রয়োজন সবকিছু করা হচ্ছে l

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER