সাধন মন্ডল
শনিবার বাঁকুড়া জেলাপুলিশের উদ্যোগে রাইপুর থানার পরিচালনায় আদিবাসীদের পাতানাচ প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় রাইপুর থানা
এলাকার ২০টি মহিলা দল অংশগ্রহণ করেছিল। প্রথম স্থান অধিকার করে যাদব নগর মার্শাল গাঁওতা নামের নৃত্য দলটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.এস.পি. জ্যোর্তিময় রায়, রাইপুরের বিডিও সঞ্জীব দাস, সমাজসেবী গৌতম বিশ্বাস, রাইপুর থানার আই.সি. মণিময় সিনহা রায় প্রমুখ।
posted from Bloggeroid