শনিবার, নভেম্বর ২৫, ২০১৭

আসানসোল পুলিশ কমিশনারেটের সেফ ড্রাইভ সেভ লাইভ

মোহন সিং


আসানসোল - দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জেলায় দূর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে শনিবার আসানসোল পোলো ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ সেখানে এ.ডি. সি.পির পক্ষ থেকে যেমন বিভিন্ন থানার পুলিশ কর্মীরা অংশ গ্রহণ করেন ৷তেমনি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে৷ প্রদীপ প্রজ্জ্বলন ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মেয়র জীতেন্দ্র তিওয়ারী,চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী, এম আই সি অভিজিৎ ঘটক, সি.পি লক্ষীনারায়ণ মীনা, এ.ডি.জি.এ বিবেক সহায় সহ আরো অনেকে।শোভাযাত্রার প্রাথমিক পর্যায়ে বাইক পদক্ষিণ ও পরবর্তী ধাপে স্কুল

ছাত্রছাত্রীরা পদযাত্রায় অংশ গ্রহণ করে ৷ শোভাযাত্রা টি শহরের অভ্যন্তরে প্রায় ৫কিমি পথ অতিক্রম করে আসানসোলের লোকোময়দানে শেষ হয় ৷ এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন - মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প গুলির অন্যতম এই সেফ ড্রাইভ, সেভ লাইফ ৷ এডিসিপি বছর ভর এই উদ্যোগ গুলিতে এতদ অঞ্চলে দুর্ঘটনায় প্রাণহাণীর সংখ্যা যেমন অর্ধেক করা গেছে তেমনি রাজ্য জুড়েও দুর্ঘটনায় প্রাণহাণীর গতিরোধ করা সম্ভব হয়েছে৷ আগামী দিনে এই প্রকল্পের প্রচারের মাধ্যমে দুর্ঘটনায় প্রাণহাণীর সংখ্যা জিরোতে নামিয়ে আনতে হবে৷

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER