মোহন সিং
আসানসোল - দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জেলায় দূর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে শনিবার আসানসোল পোলো ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ সেখানে এ.ডি. সি.পির পক্ষ থেকে যেমন বিভিন্ন থানার পুলিশ কর্মীরা অংশ গ্রহণ করেন ৷তেমনি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে৷ প্রদীপ প্রজ্জ্বলন ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মেয়র জীতেন্দ্র তিওয়ারী,চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী, এম আই সি অভিজিৎ ঘটক, সি.পি লক্ষীনারায়ণ মীনা, এ.ডি.জি.এ বিবেক সহায় সহ আরো অনেকে।শোভাযাত্রার প্রাথমিক পর্যায়ে বাইক পদক্ষিণ ও পরবর্তী ধাপে স্কুল

ছাত্রছাত্রীরা পদযাত্রায় অংশ গ্রহণ করে ৷ শোভাযাত্রা টি শহরের অভ্যন্তরে প্রায় ৫কিমি পথ অতিক্রম করে আসানসোলের লোকোময়দানে শেষ হয় ৷ এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন - মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প গুলির অন্যতম এই সেফ ড্রাইভ, সেভ লাইফ ৷ এডিসিপি বছর ভর এই উদ্যোগ গুলিতে এতদ অঞ্চলে দুর্ঘটনায় প্রাণহাণীর সংখ্যা যেমন অর্ধেক করা গেছে তেমনি রাজ্য জুড়েও দুর্ঘটনায় প্রাণহাণীর গতিরোধ করা সম্ভব হয়েছে৷ আগামী দিনে এই প্রকল্পের প্রচারের মাধ্যমে দুর্ঘটনায় প্রাণহাণীর সংখ্যা জিরোতে নামিয়ে আনতে হবে৷
আসানসোল - দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জেলায় দূর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে শনিবার আসানসোল পোলো ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ সেখানে এ.ডি. সি.পির পক্ষ থেকে যেমন বিভিন্ন থানার পুলিশ কর্মীরা অংশ গ্রহণ করেন ৷তেমনি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে৷ প্রদীপ প্রজ্জ্বলন ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মেয়র জীতেন্দ্র তিওয়ারী,চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী, এম আই সি অভিজিৎ ঘটক, সি.পি লক্ষীনারায়ণ মীনা, এ.ডি.জি.এ বিবেক সহায় সহ আরো অনেকে।শোভাযাত্রার প্রাথমিক পর্যায়ে বাইক পদক্ষিণ ও পরবর্তী ধাপে স্কুল
ছাত্রছাত্রীরা পদযাত্রায় অংশ গ্রহণ করে ৷ শোভাযাত্রা টি শহরের অভ্যন্তরে প্রায় ৫কিমি পথ অতিক্রম করে আসানসোলের লোকোময়দানে শেষ হয় ৷ এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন - মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প গুলির অন্যতম এই সেফ ড্রাইভ, সেভ লাইফ ৷ এডিসিপি বছর ভর এই উদ্যোগ গুলিতে এতদ অঞ্চলে দুর্ঘটনায় প্রাণহাণীর সংখ্যা যেমন অর্ধেক করা গেছে তেমনি রাজ্য জুড়েও দুর্ঘটনায় প্রাণহাণীর গতিরোধ করা সম্ভব হয়েছে৷ আগামী দিনে এই প্রকল্পের প্রচারের মাধ্যমে দুর্ঘটনায় প্রাণহাণীর সংখ্যা জিরোতে নামিয়ে আনতে হবে৷
posted from Bloggeroid