মোহন সিং
শনিবার সকালে হীরাপুর থানার পুলিশ ব্যবসায়ী রাণা ব্যনার্জী খুনের ঘটনায় জড়িত মিল্টন ও তার তিনজন অনুচর কে নিয়ে খুনের রহস্য ভেদে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জানতে পারে যে, গত ১৬ তারিখ
সন্ধ্যায় মিল্টনের অনুচরেরা বার্ণপুর বারীময়দান মোড়ে একত্রিত হয়ে রাণা ব্যনার্জীকে ফোন করে রিভারসাইড গোলপার্ক অঞ্চরে ডাকে ৷ইস্কো আবাসন সংলগ্ন গোলপার্কে রাণা ও তার সঙ্গী মিঠুন উপস্থিত হলে মিল্টনের অনুচর তথা সন্তান সাগর ও দুই সাকরেদের সাথে বচসা শুরু হলে এক রাউণ্ড গুলি চালানো হলে মিঠুন ও রাণি আহত হয়ে পালাতে উদ্যত হয়ে ইস্কো আবাসনের গেটের কাছে রাণা লুটিয়ে পড়ায়, তাকে ধাওয়া করে সেখানেই গুলি করে তাকে হত্যা করে৷ হত্যা করার পর সাগর ও তুই দুই সাকরেদ নার্ভাস হয়ে গিয়ে মিল্টন কে খবর দিলে।মিল্টন ঘটনাস্থল থেকে তাদের বের করে নিয়ে যায় ৷ ঘটনার প্রেক্ষিতে সাগরের বক্তব্য, সে রাণা ব্যনার্জীকে খুনের বাবার প্ল্যান জেনে গিয়ে তা রূপায়ন করে এবং গোটা ঘটনায় মোট আট টি গুলি চালান হয়,যার মধ্যে বেশ কিছু নিস্ক্রিয় হয়ে যায়৷
posted from Bloggeroid