দেবাশিস রায় , দাঁইহাট (কাটোয়া)
নৌকা থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। এদিন সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়ার শাঁখাই ফেরিঘাটের অদূরে। স্থানীয় সূত্রে

জানা গেছে , কাটোয়া থানার খাজুরডিহি পঞ্চায়েতের মণ্ডলহাট এলাকার বাসিন্দা বছর ৩৫ বয়সী ওই গৃহবধূ এদিন পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু , ফেরিঘাটেই উপস্থিত এক যুবকের তৎপরতায় এদিন ওই গৃহবধূ প্রাণে রক্ষা পেয়েছেন । ওই যুবকটি নদীতে ঝাঁপ দিয়ে গৃহবধূকে উদ্ধার করে। পরে স্থানীয়দের তৎপরতায় গৃহবধূকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
নৌকা থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। এদিন সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়ার শাঁখাই ফেরিঘাটের অদূরে। স্থানীয় সূত্রে
জানা গেছে , কাটোয়া থানার খাজুরডিহি পঞ্চায়েতের মণ্ডলহাট এলাকার বাসিন্দা বছর ৩৫ বয়সী ওই গৃহবধূ এদিন পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু , ফেরিঘাটেই উপস্থিত এক যুবকের তৎপরতায় এদিন ওই গৃহবধূ প্রাণে রক্ষা পেয়েছেন । ওই যুবকটি নদীতে ঝাঁপ দিয়ে গৃহবধূকে উদ্ধার করে। পরে স্থানীয়দের তৎপরতায় গৃহবধূকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
posted from Bloggeroid