সাধন মন্ডল
সোমবার বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে হস্তশিল্প সামগ্রীর প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম প্রাঙ্গনে সবলা মেলায় ভীড় চরমে। মেলায় জেলার
বিভিন্ন প্রান্ত থেকে ৩০ টির ও বেশি হস্তশিল্প সামগ্রীর স্টল বসেছে। তাতে যেমন পাঁচমুড়ার টেরাকোটা শিল্প আছে তেমনই বাঁকুড়ার ডোকরা শিল্প, তাঁত শিল্প, হস্তশিল্প সামগ্রীর পসরা নিয়ে সয়ম্ভর গোষ্ঠীর মেয়েরাও সামিল হয়েছেন। হস্তশিল্প মেলার পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মেলা চলবে আগামী ২৮শে নভেম্বর পর্যন্ত।
posted from Bloggeroid