সুদিন মন্ডল পুর্ব বর্ধমানের ভাতার এর রূপকার (পল্লী গান্ধি) ভোলানাথ সেন এর 96 তম জন্মদিন পালিত হলো মহাধুমধামের সাথে।মূর্তিতে মাল্যদান, স্মৃতিচারণ, গান, আবৃতি, নৃত্য, আদিবাসী নৃত্য প্রভৃতির মাধ্যমে আজকের দিনটি স্মরণ করা হয়। উপস্থিত এলাকার বিধায়ক সুভাষ মন্ডল সহ অগনিত ভোলা সেন প্রেমীরা ছিলেন আজকের অনুষ্ঠানে।