জাহাঙ্গীর বাদশা
পুর্ব মেদিনীপুর জেলার আবারও কর্মী বিক্ষোভ। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে এবার কর্মীদের বিক্ষোভ।গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান সাফাই, কুক, লেবার ও একাধিক নিচুস্তরের কর্মীরা। তাদের দাবি ২১ মাস আগে কলেজ কর্তপক্ষের সাথে তাদের কাজের চুক্তিপত্র শেষ হয়। কিন্তু নতুন কোনো চুক্তিপত্র আজও তাদের হয়নি।এছাড়াও সাফাই কর্মীদের PF আজ পর্যন্ত চালু হয়নি।এই সমস্ত একাধিক দাবি দাওয়া তারা একাধিকবার কলেজ কর্তপক্ষের এর কাছে দাবি পেশ করেছেন কিন্তু তাতেও কোন কাজ হয়নি।তাই তালা মেরে বিক্ষোভ প্রদর্শন তাদের।তবে ছাত্র ছাত্রীদের পড়াশুনোয় কোন অসুবিধা তারা করবেন না বলে জানিয়েছেন তারা।