শুভেন্দু তন্তুবায়
বাঁকুড়ার ইন্দপুরের পুয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষামূলক ভ্রমণ সারল শান্তিনিকেতনে । গত বুধবার মোট ১৪৫ জন পড়ুয়া ও ৫ জন শিক্ষক -শিক্ষিকা মিলে এই ভ্রমণে যায় । স্কুলের প্রধান শিক্ষক দানেশ আচার্য বলেন -"প্রতি বছরের মতো এ বছরও শিক্ষামূলক ভ্রমণ করলাম, এবছর কবি গুরুর দেশে ।"