জাহাঙ্গীর বাদশা
নার্সিংহোমের গাফিলতির কারনে এক প্রসুতির মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পাঁশকুড়ায়।পাঁশকুড়ার মেছগ্রামের ঘটনাটি ঘটেছে।বৃহস্পতিবার সকালে মেছগ্রামের নিউ সারদা নার্সিংহোমে সকাল ১০টা নাগাদ এক প্রসুতির মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে পরিবারের লোকেরা ভাঙচুর চালায় নার্সিংহোমে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৮ টা নাগাদ কোলাঘাটের উমারাণী হাজরা(৩৩) নামে এক মহিলাকে সিজার করে প্রসবের জন্যে নিউ সারদা নার্সিংহোমে ভর্তি করে পরিবারের লোকেরা। এক পুত্র সন্তানের জন্ম দিলেও উমা মারা যায় । স্বামী রবীন্দ্রনাথ হাজরার অভিযোগ - সিজারের সময় নার্সিংহোম কতৃপক্ষের গাফিলতির জন্যে মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে নার্সিংহোম কতৃপক্ষ গাঢাকা দেওয়ায় কতৃপক্ষের কোন মন্তব্য জানা যায়নি। এলাকায় পুলিশ মতায়েন রয়েছে।