মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০১৭

তারাপীঠে সম্পত্তি বিবাদে পুত্রের মারে জখম মা


প্রীতম দাস

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মা কে মারধরের অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে। আহত মা কে রামপুরহাট  জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে তারাপীঠ থানায়। ঘটনাটি ঘটেছে তারাপীঠ থানার সাহাপুর গ্রামের সুদাম ডাঙ্গাপাড়ায়।
মাড়গ্রাম থানার বাতিনা গ্রামের বাসিন্দা বীরেন মজুমদার ও অসীমা মজুমদার কয়েক বছর আগে গ্রাম ছেড়ে তারাপীঠ থানার সাহাপুর গ্রামের সুদামডাঙ্গা পাড়ায় চার কাঠা জায়গা কিনে পাকা বাড়ি নির্মাণ করেন। ওই বাড়িতেই দুই ছেলে, বৌমা, নাতি নাতনি নিয়ে বসবাস শুরু করেন। কিছুদিন আগে দুই ভাই পৃথক হন। অভিযোগ, দুই ভাই সমান সমান ভাগ পাওয়ার কথা থাকলেও ছোটো ভাই জগন্নাথকে বঞ্চিত করেছে বড় ভাই। এনিয়ে বলতে গেলে বড় ছেলে তাঁকে মারধোর করে বলে অসীমাদেবীর অভিযোগ। হাসপাতালের বেডে শুয়ে অসীমাদেবী বলেন, “বড় ছেলে ছোট ছেলেকে বঞ্চিত করেছে। তাকে সম্পত্তির সম্পত্তির ভাগ দেয়নি। এনিয়ে বলতে গেলে বড় ছেলে বদ্যিনাথ মজুমদার ও বৌমা চেয়ের দিয়ে মারধোর করে”। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বদ্যিনাথ। তিনি বলেন, “মা আমার বাড়িতে এসেছিল। আমি মায়ের গায়ে হাত তুলিনি। আমি এলাকার মানুষের মীমাংসা মেনে নিয়েছি। তারপরও মা আমার নামে থানায় অভিযোগ দায়ের করেছে”।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER