পুলকেশ ভট্টাচার্য
পুর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর সংলগ্ন অজয় নদের চরকি সেতুর নিচে অবাধে চলছে বালি লুট।অজয়ের এপারে কেতুগ্রাম, অপারে কাটোয়া থানা এলাক পড়ছে।গত বছর ৬ ডিসেম্বর এই এলাকায় বালি লুট রুখতে কাটোয়ার ডেপুটি ম্যাজিস্টেট বিপ্লব সরকার আক্রান্ত হয়েছিলেন।অভিযোগ এই দুই থানার প্রভাবশালী আধিকারিকদের নিস্ক্রিয়তায় এই ঘটনা ঘটেছিল।