শুক্রবার, নভেম্বর ২৪, ২০১৭

কান্দিতে ডাম্পারে হত মাছ ব্যবসায়ী

ভাস্কর ঘোষ

ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২জন মাছ ব্যাবসায়ী। শুক্রবার মুর্শিদাবাদের বড়ঞা থানার কান্দী -  বড়ঞা রাজ্য সড়কের উপর সুন্দরপুর সেতুর উপর পথ দুর্ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, সনাতন বাগদী(৩৮)। বড়ঞা থানার জাঁওহরি গ্রামে তাঁর বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাস

পাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর দুই জনকে উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ডাম্পারটি পলাতক। সেটির খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।জানা গিয়েছে, এদিন সনাতন বাবু তার দুই সঙ্গীকে নিয়ে লছিমান ভ্যানে চেপে কান্দিতে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সেইসময় সুন্দরপুর সেতুর উপরে একটি ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে তাদের লছিয়ান ভ্যানে ধাক্কা মারলে এটি উল্টে যায়। সনাতন বাবু ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনে মারাত্মকভাবে জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করেন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER