শুক্রবার, নভেম্বর ২৪, ২০১৭

চার বছরের ছেলের সাক্ষ্যে কুড়ি বছরের সশ্রম কারাবাস খুনি পিতার

ভাস্কর ঘোষ

নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলাই দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে থানায় শিশু পুত্রকে সঙ্গে নিয়ে স্ত্রী আত্মহত্যা করেছে বলে থানায় জানায় স্বামী। কিন্তু শেষরক্ষা হল না। শিশু সন্তানের সাক্ষ্যে

খুনি বাবাকে ২০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ নির্দেশ দেন বিচারক আরতি শর্মা রায়। শুক্রবার বহরমপুর জেলা জজ আদালতে প্রথম অতিরিক্ত দায়রা বিচারক আরতি শর্মা রায় স্ত্রীকে  নির্যাতন করে  খুন করা এবং আদালতকে বিপথে চালনা করার চেষ্টার অপরাধে মৃনাল চক্রবর্তীকে ২০বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ডের শাস্তি ঘোষনা করেন।এই কেসেরর সরকারি আইনজীবী ছিলেন দেবাশিষ রায় ।  তিনি জানান  - ১৪ ফেব্রুয়ারী, ২০১৬ সালে এলাকার জজ কোর্টের কাছে একটি ভাড়া বাড়িতে স্ত্রীকে মেরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল স্বামী মৃনাল চক্রবর্তী। শুধু তাই নয়, এই খুনকে আত্মহত্যা বলে চালানোর জন্য তাঁদের ৪ বছরের ছেলে সৌভিক চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বহরমপুর থানায় হাজির হয় আসামী মৃনাল চক্রবর্তী। কিন্তু মৃতা রাখী চক্রবর্তীর মা কৃষ্ণা চক্রবর্তীর অভিযোগের জেরে পুলিশ তদন্তে নেমে ৪ বছরের ছেলে সৌভিককে জেরা করে পুলিশ জানতে পারে যে তার বাবা তার মাকে খুন করেছে। 

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER