মানস দাস, মালদা
বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহড়ের রথবাড়ি বাসস্টান্ডে হানা দিয়ে এক যুবক কে গ্রেপ্তার করেছে।তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ টি কফসিরাফ এর বোতল।যার বাজার
মূল্য প্রায় লক্ষাধিক টাকা।এদিন পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম- শামু সাহা ওরফে (বুচ্কা)।বাড়ি মালদা শহড়ের আইটিআই মোড়ে।পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত যুবক পাচারের উদ্দেশ্যে রথবাড়ি এলাকায় দাড়িয়ে ছিল।আজ ধৃতকে মালদা আদালতে পেশ করা হয়।
posted from Bloggeroid