জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার ভেকুটিয়া ১-নম্বর গ্রামপঞ্চায়েত এর অন্তর্গত ভীমকাটা গ্রামে ২৫ নম্বর বুথে গত মঙ্গলবার রাত্রিতে বিজেপি বুথ মিটিং চলছিলো। অভিযোগ সেই সময় ওই বাড়ি
ঘিরে বিজেপি কর্মিদের উপরে লাঠি,শটা নিয়ে আক্রমণ চালায় টিএমসি কর্মীরা। অতর্কিত আক্রমনে আট বিজেপি কর্মী আহত হয়।তাদের উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় মোট ৮ জন আহত।
posted from Bloggeroid