জাহাঙ্গীর বাদশা
অতিরিক্ত পণের দাবিতে নন্দীগ্রামে গৃহবধু খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বটতলা এলাকায়। মৃত গৃহবধূর নাম সাম্মি আকতার ( বুল্টি), বয়স ২০ বছর। গত ১৬/৭/১৭ তারিখে নন্দীগ্রামের কেন্দ্যেমারি জালপাই ( উত্তরপাড়া) বাসিন্দা আনিসুর সায়ের সাথে বিয়ে হয়। বিয়ে পর থেকে অতিরিক্ত পণের দাবিতে গৃহবধুকে মারধর ও অত্যাচার চালাত। গৃহবধূরর বাপের বাড়ির অভিযোগ শশুরবাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে তার মেয়েকে খুন করা হয়েছে। শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে স্বামী সহ ৭ জনের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারনা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে।নন্দীগ্রাম থানার ওসি অজয় মিশ্র জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।"