শুভেন্দু তন্তুবায়
বাঁকুড়া জেলা পুলিশের একচল্লিশতম ধারাবাহিক রক্তদান কর্মসূচী 'উৎসর্গ' অনুষ্ঠিত হল ইন্দপুর থানায় ।শনিবার সকাল এগারোটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা ।দু'জন
মহিলা সহ মোট একশো আট জন রক্তদান করেন ।এদিনের শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।রক্তদাতাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা ছিল বেশি ।এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা পুলিশের 'উজ্জীবন 'প্রকল্পে প্রবীণদের মশারি দেওয়া হয় ।মোট বাইশ জন বৃদ্ধ- বৃদ্ধাকে মশারি প্রদান করা হয় ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা, এস ডি পি ও খাতড়া বিশপ সরকার, সার্কেল ইন্সপেক্টর ইন্দপুর তীর্থঙ্কর মুখার্জী ,ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল, ইন্দপুর ব্লকের সহ -সমষ্টি উন্নয়ন আধিকারিক সুফল চন্দ্র মন্ডল ,ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রহ্লাদ বাউরি, এলাকার প্রাক্তন শিক্ষক অম্বুজ দাস, অসিতবরণ লায়েক, সৌমিত্র পতি প্রমুখ । বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্ক এই রক্ত সংগ্রহ করে ।
posted from Bloggeroid