নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ
বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।শনিবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গী এলাকায়।তাদের অভিযোগ রানীরহাট
চ্যাংড়াবান্ধা যোগাযোগের রাস্তাটি চৌরঙ্গির কাছে রেলের লেভেল ক্রসিং এলাকায় রাস্তাটি খুব খারাপ হয়ে পড়েছে।বেহাল রাস্তায় পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।এদিন অবশ্য প্রসাশনের আশ্বাস পেয়েই ঘন্টা খানেক বাদেই আন্দোলন তুলে নেন গ্রামবাসী।মেখলিগঞ্জ ব্লকের বিডিও বিরুপাক্ষ মিত্র বলেন - বাসিন্দাদের দাবির বিষয়ে যথাযথ স্থানে জানানো হবে।
posted from Bloggeroid