নীলাদ্রি ঘোষ
কর্মী একতা সপ্তাহ পালিত হল রেলশহর চিত্তরঞ্জনে l বুধবার রেলের সিভিল ডিফেন্সের উদ্যোগে এদিন শহরের শিশু বিহার স্কুল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পদযাত্রা করা হয় l শেষ হয় স্থানীয় ওভাল ময়দানে l ধর্ম মত নির্বিশেষে সম্প্রীতির বার্তা নিয়ে সংস্থার সদস্যরা এই পদযাত্রায় অংশ নেয় l পদযাত্রার সূচনা করেন রেলের এডি জি
এম ভীমলেশ পান্ডে l নেতৃত্ব দেন সিভিল ডিফেন্সে রাস্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষক রবীন্দ্র নাথ পাল l
posted from Bloggeroid