শুভেন্দু তন্তুবায়
খাতড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বুধবার ভোরে খাতড়া মহকুমা এলাকার বিভিন্ন বালি খাদানে যৌথ ভাবে তল্লাশি চালানো হয় ।এসডিও, এসডিএলআরও, এবং রাইপুর, রাণীবাঁধ, সারেঙ্গা ও

সিমলাপালের বিএলআরও যৌথ ভাবে এই অভিযান শুরু করেন । ভোর পাঁচটা নাগাদ রাইপুর হয়ে আকখুটা ও ভবরা ঘাটে তারপর জানডাঙ্গা হয়ে থাকড়াবাধা রাইপুরের এই দুটি ঘাট এবং পরে সারেঙ্গার বামুনডিহা ও তালডিহা ঘাটে যাওয়া হয় ।এই বালিঘাট গুলি অভিযান চালিয়ে দুটি জেসিবি ও বেশ কয়েকটি ট্রাকটরকে আটক করা হয়েছে ।খাতড়া মহকুমা শাসক তনয়দেব সরকার জানান -এই গাড়ি গুলো থেকে প্রায় বারো লক্ষ টাকা জরিমানার পদক্ষেপ নেওয়া হয়েছে ।
খাতড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বুধবার ভোরে খাতড়া মহকুমা এলাকার বিভিন্ন বালি খাদানে যৌথ ভাবে তল্লাশি চালানো হয় ।এসডিও, এসডিএলআরও, এবং রাইপুর, রাণীবাঁধ, সারেঙ্গা ও
সিমলাপালের বিএলআরও যৌথ ভাবে এই অভিযান শুরু করেন । ভোর পাঁচটা নাগাদ রাইপুর হয়ে আকখুটা ও ভবরা ঘাটে তারপর জানডাঙ্গা হয়ে থাকড়াবাধা রাইপুরের এই দুটি ঘাট এবং পরে সারেঙ্গার বামুনডিহা ও তালডিহা ঘাটে যাওয়া হয় ।এই বালিঘাট গুলি অভিযান চালিয়ে দুটি জেসিবি ও বেশ কয়েকটি ট্রাকটরকে আটক করা হয়েছে ।খাতড়া মহকুমা শাসক তনয়দেব সরকার জানান -এই গাড়ি গুলো থেকে প্রায় বারো লক্ষ টাকা জরিমানার পদক্ষেপ নেওয়া হয়েছে ।
posted from Bloggeroid